নিউইয়র্কে অনুষ্ঠিত ৬২ তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি ২৫ সেপ্টেম্বর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
ইয়াং চিয়েছি বলেছেন, চীন ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেয়। চীন এই অঞ্চলের সকল দেশের সঙ্গে সার্বিকভাবে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। চীন আশা করে, দু'পক্ষ উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখবে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের বিনিময় ও সহযোগিতাকে ত্বরান্বিত করবে।
ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিরা বলেন, চীন ক্যারিবীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার উপর গুরুত্ব দেয়, সহযোগিতা চালায় এবং আন্তর্জাতিক বিষয়ে উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ সুরক্ষা করায় ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো এর উচ্চ প্রশংসা করেছে। তাইওয়ান সমস্যায় ক্যারিবীয় অঞ্চল এক চীন নীতি অনুসরণের কথা আবার জোর দিয়ে বলেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব চীনের ঐক্য বাস্তবায়ন এ শুভ কামনা করেছে। (লিলি)
|