চীন স্বদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিশ্বের উন্নত মানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাংহাই বিশ্ব মেলা-২০১০ সুষ্ঠুভাবে চালানোর জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবে । ২৫ সেপ্টেম্বর শাংহাইয়ে চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , বিশ্ব মেলা এমন এক ধরনের বিশাল মেলায় পরিণত হয়েছে , যার মাধ্যমে অর্থনীতি , সংস্কৃতি , বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাফল্য প্রদর্শিত হচ্ছে । এতে স্বাগতিক দেশের জন্য সুদূরপ্রসারী আর্থ-সামাজিক সুফলও বয়ে আনবে ।
খবরে প্রকাশ , পরিকল্পনা অনুযায়ী , শাংহাই বিশ্ব মেলা'২০১০-এ অংশগ্রহণের জন্য ২ শো দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হবে । এ পর্যন্ত ১৬৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ বিশ্ব মেলায় অংশ নেয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে । বর্তমানে বিশ্ব মেলার প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে । (থান ইয়াও খাং)
|