|
|
(GMT+08:00)
2007-09-26 18:16:29
|
|
সাংহাই বিশেষ অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে বলে চীনের উপ প্রধান মন্ত্রীর আশাবাদ
cri
সাংহাই বিশেষ অলিম্পিক গেমস ২০০৭-এর সাংগঠনিক কমিটির এক অধিবেশন ২৫ সেপ্টেম্বর পেইচিংএ অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইউয়ু অধিবেশনে বলেছেন, সাংহাই বিশেষ অলিম্পিক গেমস যাতে একটি চমত্কার ও সাফল্যজনক ক্রীড়া সমাবেশে পরিণত হয় সেই জন্য চীন সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে। এ বিশেষ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া চালিয়ে থাকার জন্য তিনি সংশ্লিষ্ট পক্ষকে বিশেষভাবে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, এবারের বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের সুযোগে সংশ্লিষ্ট পক্ষকে প্রতিবন্ধিদেরজীবনযাত্রার মৌলিক নিশ্চয়তা , কারিগরি সামর্থ্যেরপ্রশিক্ষণ , কর্মসংস্থানের পরিসেবা, বিকলাঙ্গ নিবারণ ও আরোগ্য সহ সকল অধিকার ও স্বার্থের নিশ্চয়তামূলক কাজকর্মের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। তা ছাড়া, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যও সংশ্লিষ্ট পক্ষকে এবারের বিশেষ অলিম্পিক গেমস চলাকালে বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতার পর্যালোচনা করতে হবে।
২ থেকে ১১ সেপ্টেম্বর পযর্ন্ত চীনের সাংহাইএ বিশ্ব গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস ২০০৭ আয়োজন করা হবে।
|
|
|