ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সাধারণ বিতর্কে বলেছেন, পরমাণু সমস্যায় ইরান নিজের নীতিগত অভিমতে অবিচল থাকবে এবং ইরানের সকল পরমাণু তত্পরতা হচ্ছে শান্তিপূর্ণ লক্ষ্য এবং তা স্বচ্ছ।
তিনি বলেন, আই এ ই এ'এর সদস্য হিসেবে ইরান এই সংস্থার সঙ্গে 'যথেষ্ট সহযোগিতা' করেছে। তিনি বলেছেন, আমার মনে হয়, এখন ইরানের পরমাণু সমস্য শেষ হয়েছে এবং তা আই এ ই এ'এর একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে।
এর পাশাপাশি তিনি বলেছেন, ইরান নিজে দেশের পরমাণু সমস্যা নিয়ে সকল পক্ষের সঙ্গে গঠনমূলক বৈঠক করতে ইচ্ছুক। (খোং চিয়া চিয়া)
|