চীনের উন্নয়ন গবেষণা তহবিল প্রতিষ্ঠানের এক রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ বছরে চীনের গ্রামের গরীবদের সংখ্যা ১৯৭৮ সালের ২৫ কোটি থেকে বর্তমানে ২ কোটিতে নেমে এসেছে। গরীবদের সংখ্যা ৩১ থেকে ২.৫ শতাংশে নেমেছে।
রিপোর্ট মনে করা হয়, অর্থনীতির দ্রুত উন্নয়ন ও ইতিবাচক দারিদ্র্য বিমোচন নীতির কারণে চীনের দারিদ্র্য বিরোধী কাজ সাফল্য অর্জিত হয়েছে। এর পাশাপাশি চীনের দারিদ্র্য বিরোধী কাজে এখনও খুব কঠিন এবং অনেক চ্যালেন্জের সম্মুখীন। রিপোর্টে বলা হয়েছে যে, চীন শহর ও গ্রামের সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করছে। এর পাশাপাশি গরীবদের সামর্থ্য উন্নয়নে মনোনিবেশ করবে। যাতে দরিদ্র অঞ্চলের অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। (খোং চিয়া চিয়া)
|