লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান ফেডারেশনের আন্তর্জাতিক ত্রয়োদশ অধিবেশন ২৫ সেপ্টেম্বর ম্যাকাওতে শুরু হয়েছে । ম্যাকাও বিশেষ অঞ্চলের প্রধান প্রশাসক হো হো হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন ।
পেরু , কলম্বিয়া , ব্রাজিল , মেক্সিকো , জাপান ও ভারতসহ বিভিন্ন দেশ এবং চীনের মূলভূভাগ ও ম্যাকাও বিশেষ অঞ্চলের ৬ শোরও বেশি পন্ডিত এ অধিবেশনে অংশ নিচ্ছেন । চার দিনব্যাপী অধিবেশনে তাঁরা আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে চীন ও লাতিন আমেরিকা এবং এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকার মধ্যেকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন । (থান ইয়াও খাং)
|