চীনের দারিদ্র্য দূরীকরণ এখনও বহু চ্যালেঞ্জের সম্মুখীন । ২৫ সেপ্টেম্বর প্রকাশিত এক তথ্য বিবরণীতে চীনের উন্নয়ন ও গবেষণা তহবিল এ কথা জানিয়েছে ।
চীনের বেশ কয়েকজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ ও সমাজ বিজ্ঞানীর যৌথ উদ্যোগে এ বিবরণ তৈরী করা হয়েছে । বিবরণীতে বলা হয়েছে , গত ৩০ বছরে চীনের দারিদ্রতার হার বিপুলমাত্রায় হ্রাস পেয়েছে । চীনের গ্রামাঞ্চলের দারিদ্র লোকসংখ্যা ১৯৭৮ সালের ২৫ কোটি থেকে কমে এখনকার ২ কোটিতে নেমেছে ।
বিবরণীতে আরো বলা হয়েছে , চীনে দারিদ্র বিমোচনের কাজ এখনও বহু চ্যালেঞ্জের সম্মুখীন । অঞ্চল ও প্রাকৃতিক পরিবেশের ব্যবধানের কারণে পূর্ব ও পশ্চিমাংশের মধ্যে উন্নয়নের অসামঞ্জস্য বিরাজমান । চিকিত্সার খরচ অধিক দ্রুতভাবে বেড়ে যাওয়ার কারণে শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের রোগ আক্রান্ত হওয়াতেও দারিদ্র্যের হার কিছুটা বেড়েছে । (থান ইয়াও খাং)
|