চীনের বিদেশী পুঁজি আকর্ষণের নীতি অপরিবর্তিত
cri
চীনের বিদেশী পুঁজি আকর্ষণৈর নীতি অপরিবর্তিত থাকবে। ২৫ সেপ্টেম্ব চীনের বাণিজ্যউপ মন্ত্রী এ কথা বলেন।চীনের ছেংডু শহরে আয়োজিত " সিছুয়ান ---বিশ্বের ৫০০টি শ্রেষ্ঠ শিল্প-প্রতিষ্ঠানের ফোরাম-এ" তিনি বলেছেন, চীনে বিদেশী পুঁজিবিনিয়োগের ক্ষেত্রে বেশী সমস্যা নেই। ২০০৬ সালে বিদেশী পুঁজিবিনিয়োগ আকর্ষণে চীনের মাথাপিছু হার বিশ্বের গড় মানের তিন ভাগের একও হয়নি। তিনি আরও বলেছেন, যদিও চীনে বিপুল পরিমাণের ব্যাংক আমানত ও বৈদেশিক মুদ্রার আমানত আছে, তবু অর্থ পুঁজি নয়। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের শিল্প-প্রতিষ্ঠানের জন্যে একটি সুষম, উন্মুক্ত ও মানদন্ডসম্মত বাজার সৃষ্টি করার জন্যে বতর্মানে চীন সরকার নীতিপন্থা ও আইনে কিছুটা সংস্কারের উদ্যোগ নিয়েছে।
|
|