চীনে কৃষিজাত দ্রব্যের গুণগত মান উন্নত করার জন্য আধুনিক কৃষি উত্পাদন সংক্রান্ত নিয়মবিধি প্রণয়নের কাজ আরো জোরদার হবে । ২৪ সেপ্টেম্বর চীনের কৃষি উপমন্ত্রী ওয়েই চাও আন পূর্ব চীনের আনহুই প্রদেশে অনুষ্ঠিত উন্নত মানের কৃষিজাত দ্রব্য মেলায় একথা বলেছেন ।
তিনি বলেছেন , চীনের কৃষি বিভাগ আধুনিক কৃষি উত্পাদন সংক্রান্ত নিয়মবিধি প্রণয়নের কাজকে কৃষিজাত দ্রব্যের গুণগত মান বাড়ানোর মৌলিক বিষয় হিসেবে মনে করছে । কৃষি উত্পাদনের বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়িভাবে উত্পাদনের মানদন্ড ও প্রযুক্তিগত কর্মসূচী মেনে নিতে হবে । সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে কৃষিজাত দ্রব্যের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক আইন মেনে চলতে হবে । কীটনাশক ওষুধ , সার , পশুর জন্য ব্যবহার্য ওষুধপত্র ও খাবার ব্যবহারের ব্যাপারে গুণগত মানের নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজ জোরদার করতে হবে । বর্জ্য রাসায়নিক সার , কীটনাশক ওষুধ ও পশুর জন্য ব্যবহার্য ওষুধের ব্যবহার নিষিদ্ধ করা হবে । (থান ইয়াও খাং)
|