পেরুর আইন সংস্থা স্বদেশের আইন অনুসারে প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির ন্যায্য বিচার করবে ।
২৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেরুর প্রেসিডেন্ট আলেন গারসিয়া পেরেজ্ এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , এ থেকে বোঝা যায় , যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষুন্ন করেছে , স্বাভাবিকভাবেই তাদের ওপর আইনের শাস্তি আরোপিত হবে । তিনি আরো বলেন , যদিও ফুজিমোরি সরকার তার ওপর রাজনৈতিক নির্যাতন চালিয়েছে , কিন্তু তিনি তার ওপর সরকারী আইন বিধির বাইরে ব্যক্তিগত কোন প্রতিশোধ নেবেন না ।
৭ বছর বিদেশে নির্বাসিত থাকার পর আলবার্তো ফুজিমোরিকে ২২ সেপ্টেম পেরুর কাছে হস্তান্তর করা হয়েছে । তিনি এখন রাজধানী লামার একটি জেলখানায় আটক আছেন । (থান ইয়াও খাং)
|