|
|
(GMT+08:00)
2007-09-25 17:41:38
|
|
ইরান ও আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে চুক্তির জন্য বান কি মুনের অনুরোধ
cri
২৪ সেপ্টেম্বর নিউইয়ার্কের জাতি সংঘ সদর দফতরে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের পর জাতি সংঘ মহা সচিব বান কি মুন ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরের অনুরোধ জানিয়েছেন। আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরান যে প্রচেষ্টা চালিয়েছে বান কি মন তার প্রসংশা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এ অঞ্চলে ইরানের নিজের শান্তি ও নিরাপত্তার স্বার্থ জড়িত রাখছে। তিনি পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে পর্যায়ক্রমে ইরানের পরমাণু কর্মসূচী সংক্রান্ত কার্য পরিকল্পনা বাস্তবায়নেরওঅনুরোধ জানিয়েছেন।মাহমুদ আহমাদিনেজাদ বান কি মনের সঙ্গে নীতি নির্ধারক সংস্থা সহ জাতি সংঘের সংস্কার এবং জাতি সংঘের কাজকর্ম সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। তিনি বান কি মনকে ইরান সফরের জন্যনিমন্ত্রণ জানিয়েছেন। বান কি মুন বলেছেন , তিনি যথোচিত সময় ইরান সফর করবেন । জাতি সংঘের ৬২তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক অধিবেশনে অংশ নেওয়ার জন্য আহমুদ আহমাদিনেজাদ নিউইয়ার্কে গিয়েছেন।
|
|
|