v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 21:14:16    
খেলার জগত

cri
    বন্ধুরা, সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তান ও ভারত প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ উপমহাদেশের ঘরে তুলছে । ক্রিকেট জগতের বাঘা বাঘা দলগুলোকে শেষাবধি নাকানি চুবানি খাইয়ে বলতে গেলে ঝেটিয়ে বিদায় করেছে । অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এরা সবাই প্রত্যাশি ছিল প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শিরোপার । তারা এখন গ্যালারীতে । ক্রিকেট পাগল এই অন্চলের মানুষের এর চেয়ে বেশি আর আনন্দের কী হতে পারে ।

    বন্ধুরা, দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডারার্সমাঠে অনুষ্ঠিত ফাইনালে ভারত ও পাকিস্তান তুমুল লড়াইর মধ্য দিয়ে শিরোপার লড়াইয়ে এখন রত ।

    ফিরে আসা যাক সেমি ফাইনালের কথায় ।

    কিংসমিডের দ্বিতীয় সেমিফাইনালে যুবরাজের ঝড় সত্বেও ভারতের ইনিংস ছিল সবার সম্মিলিত প্রচেস্টার ফসল । এ খেলায় রবিন উথাপ্পাও অবদান রেখেছেন ২৮ বলে ৩৪ রান করে । ম্যান অব দ্য ম্যাচ যুবরাজের সঙ্গে তার ৮৪ রানের বিদ্যুত গতির পার্টনারশিপ ভারতের স্কোরকে স্ফীত করেছে । ধোনি ১৮ বলে অপরাজিত ৩৬ করে ইনিংসের সমাপ্তি টানেন । ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে হাফ সেন্চুরি করার পর ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলতে না পরা যুবরাজ সেই একই আভিজাত্যে ব্যাট করেছেন । আর এভাবেই ছিটকে পড়ে যায় অস্ট্রেলিয়া । ভারতের পাঁচ উইকেটে ১৮৮ রানের জবাবে অস্ট্রেলিয়াকেসাত উইকেট হারিয়ে ১৭৩ রানেই মাঠ ছাড়তে হয় । এর আগে কেপটাউনে অনুস্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান ছয় উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে । নিউজিল্যান্ডেরআট উইকেটে করা ১৪৩ রান তাড়া করতে নেমে পাকিস্তান যেভাবে শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল ওদের বুঝি খুব তাড়া পড়ে গেছে । কিন্তু ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে যায় পাকিস্তান । তাতে অবশ্য তাদের ফাইনালে যাওয়ার পথ আটকাতে পারেনি নিউজিল্যান্ড । ছয় উইকেটে জিতেই ফাইনালে চলে গেল পাকিস্তান । ক্যাপ্টেন শোয়েব মালিক ছক্কা হাঁকিয়েই দলকে তুলে দিয়েছিলেন ফাইনালে সাত বল বাকি থাকতেই চার উইকেটে ১৪৭ রান তুলে । বৃস্টি বিঘ্নিত ম্যাচের শুরুতেই টস জিতে প্রথমে ব্যাট নেয়ার জন্য আফসোস করতেই পারেন নিউজিল্যান্ডের অধিনিয়ক ড্যানিয়েল ভেট্টোরির । টস জিতলেই অর্ধেক ম্যাচ জেতা হয়ে যায় এ টুর্নামেন্টে যে ধারনা প্রচলিত ছিল, তাতেই হয়তো প্রভাবিত হয়ে ভেট্টোরি প্রথমি ফিল্ডিং-এ পাঠিয়েঠিলেন পাকিস্তানকে । তারপর কিছুতেই সামলাতে পারেননি অপ্রতিরোধ্য পাকিস্তানকে । আসলে নিউজিল্যান্ডের দৌঁড় সবসময় সেমি-ফাইনাল পর্যন্ত । তারা নয়টি বিশ্বকাপে এ নিয়ে পাঁচবার সেমিফাইনালে খেলল ।

    বন্ধুরা এবারে ফুটবল

    এশিয়ার শীর্ষ দল উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে চীনে অনুস্ঠানরত মহিলা বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি । খেলার প্রথমার্ধে কার্স্টিন গেয়ারফ্রিকস এবং দ্বিতীয়ার্ধে ্ রিনেত লিংগর ও আন্নিকা ক্রান গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন । টুর্নামেন্টের ১৬ বছরের ইতিহাসে এখনো কোনো দেশ পরপর দুইবার শিরোপা জয় করতে পারেন নি । জার্মানির সামনে এবার সে সুযোগ্ উজ্জল হয়ে উঠেছে । মহিলা বিশ্বকাপে এখনো এশিয়ার কোনো দেশের কাছে না হারার রেকর্ডও টিকিয়ে রাখলো জার্মানি । এশিয়ার দলগুলোর বিপক্ষে এ পযন্ত ছয় ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে তারা । এই ছয় ম্যাচে ১৩ গোল দিলেও তারা কোনো গোলই খায় নি । সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চীনকে ১-০ গোলে হারানো ১৯৯৫ -এর চ্যাম্পিয়ন নরওয়ের । যুক্তরাস্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে অস্ট্রেলিয়াকে হারানো ব্রাজিল দল ।

    এদিকে চ্যাম্পিয়নস লিগে অঘটনের শিকার হয়েছে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান । ইস্তান্বুলে তারা এক গোলে হেরে গেছে ব্রাজিলিয়ান কোচ জিকোর অধীন নিম্ন সারির দল ফেনেরবাচের কাছে । অপরদিকে স্প্যানিশ লিগে খারাপ খেললেও চ্যাম্পিয়নস লিগটা ভালোই শুরু করেছে বার্সেলোনা । তারা ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে । অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়া হেরে গেছে আর্সেনালের কাছে । ব্যবধান ওই ৩-০ গোলেই । গোলগুলো করেছেন সেস ফাব্রিগাস, রবিন ফন পার্সি ও এডুরাডো । আর লিসবনে স্পোর্টিং ক্লাব লিসবনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ১-০ গোলে । ক্রিস্টিনো রোনালদো একমাত্র গোলটি করেন । চার বছর পর লিসবনে ফিরে প্রথমবারেই ভালো দেখালেন তিনি ।

    আরা বার্সেলোনার কাছে থিয়েরি অঁরির গোল হচ্ছে খুব গুরুত্বপুর্ন তিনি একটি গোল করেন এবং বাকি দুটি গোলের একটি করেছেন লিওনেল মেসি ও অন্যটি আত্মঘাতী ।

    টেনিস

    প্রায় এক বছর পর টেনিসে ফেরা লিন্ডসে ডেভেনপোর্ট দাপটের সঙ্গে তার খেলা চালিয়ে যাচ্ছেন। এই কিছুদিন আগে বালি ওপেন জেতা এই মার্কিনি চীনা ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন । গতকাল গ্রিসের এলিনি দানিলিদুকে ৭-৫, ৬-৩ সেটে হারান তিনি । কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভার । দেমেন্তিয়েভা ৬-২ ও ৬-০ সেটে হারান অস্ট্রিয়ার তামিরা পাজেককে । স্বদেশী আকিকো নাকামুরাকে ৭-৫ ও ৬-৩ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাপানের আকিকো মরিগামি ।

   শেষ পর্যন্ত ডেভেনপোর্টের জয়ের দৌড় থামালেন ইয়েলেনা জ্যাঙ্কোভিচ। চীনা ওপেনের সেমিফাইনালে এই মার্কিনিকে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ার ইয়েলেনা । এর আগে দীর্ঘদিন পরে কোর্টে ফেরা ডেভেনপোর্ট টানা আট ম্যাচ অপরাজিত ছিলেনক । সেমিতে ডেভেনপোর্টকে ৬-৩ ও ৭-৫ সেটে হারান জ্যাঙ্কোভিচ । তিন মাসের সন্তানকে কোর্টের বাইরে রেখে খেলতে নামা ডেভেনপোর্ট ফিরেই জয় করেন বালি শিরোপা । এবারো সাফল্য দেখিয়ে সেমিতে উঠে আসেন তিনি। কিন্তু সেমিতে জ্যাঙ্কোভিচের বাধা অতিক্রম করতে ব্যর্থ হলেন তিনি । ফাইনালে তিনি মুখোমুখি হবেন চীনেএর পেং সুয়াই অথবা হাঙ্গেরির অ্যাগনেস জাভাইর ।