|
|
(GMT+08:00)
2007-09-24 19:28:57
|
ব্রিটেন ব্যাংক ব্যবস্থার সংস্কার চালাতে প্রস্তুত
cri
কিছু দিন আগে ব্রিটেনের পঞ্চম বড় মরগিজ লোন ব্যাংক---নরর্দান রক ব্যাংকসংকট দেখা দিয়েছে। এখনও এই সংকট চলছে। এ উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ব্রিটেনের অর্থ মন্ত্রী আলিস্টাইর ডারলিন বলেছেন, এই ব্যাংকের শিক্ষা কাছ থেক গ্রহণের জন্যে ব্যাংক ব্যবস্থারসংস্কার করতে হচ্ছে। ব্রিটেনের দক্ষিণাংশের বন্দর শহর বার্নেমাওসে আয়োজিত লেবার পাটির বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন, অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি বলেছেন, তার কাজ হল সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। সুতরাং গ্রাহকদের আমানত নিরাপত্তা নিশ্চিত করা উচিত। তাদেরকে আশ্বস্ত করা উচিত।
|
|
|