চীনে কৃষিজাত দ্রব্যের গুণগত মান বাড়ানো সংক্রান্ত এক অভিযান পুরোদমে চলছে এবং এ ক্ষেত্রে কিছুটা সাফল্যও অর্জিত হয়েছে । ২৪ সেপ্টেম্বর পেইচিংয়ে চীনের কৃষি উপমন্ত্রী কাও হোং পিন এ কথা বলেছেন ।
এই দিন অনুষ্ঠিত চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন যে , এ বছরের সেপ্টেম্বর মাস থেকে চীনে কৃষিজাত দ্রব্যের গুণগত মান ও নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ অভিযান শুরু হয়েছে । এই অভিযান এ বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে । তিনি বলেন , চীনের ৩৬টি শহরের বিভিন্ন কৃষি খামার , পশু খামার , পশু জবাই কেন্দ্র এবং কৃষিজাত দ্রব্যের পাইকারী বাজারগুলোতে কৃষিজাত দ্রব্যের গুণগত মান ও নিরাপত্তার সংক্রান্ত পরীক্ষা ও জরীপের কাজ চালানো হয়েছে । যে সব সমস্যা উদঘাটিত হয়েছে , সে সব সমস্যা যথাসময়েই সমাধানের ব্যবস্থা নেয়া হবে ।
তিনি বলেছেন , ভবিষ্যতে এই অভিযানে নিষিদ্ধ কীটনাশক ওষুধ , পশুর জন্য ব্যবহার্য ওষুধপত্র ও খাবারের অপব্যবহার সংক্রান্ত সমস্যারও সমাধান করা হবে । চীনের বিভিন্ন বড় ও মাঝারি শহরের কৃষিজাত দ্রব্যের পাইকারী বাজার এই অভিযানের তত্ত্বাবধান ও জরীপের আওতাভুক্ত রয়েছে ।(থান ইয়াও খাং)
|