২৪ সেপ্টেম্বর জাপানের যৌথ বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট ফুকুদা ইয়াসুও এদিন সকালে এই পার্টির সদস্য পদের বিণ্যাস করেছেন।
ফুকুদা ইয়াসুও শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী ইবুকি বুনমেইকে মহা পরিচালক এবং সাবেক অর্থমন্ত্রী তানিগাকি সাদাকাজুকে নীতি জরীপ বিষয়ক চেয়ারম্যান নিযুক্ত করেছেন। নিকাই তোশিহিরো লজিস্টিক সরবরাহ চেয়ারম্যানের পদেই বহাল থাকবেন। তা ছাড়া, ফুকুদা ইয়াসুও সাবেক মহাপরিচালক কোগা মাকোতোকে পরবর্তী সিনেটের নির্বাচনের জন্য বিকল্প-ব্যবস্থা বিষয়ক মহাপরিচালক নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক ক্যাবিনেট সচিবালয়ের প্রধান হোসোদা হিরোইয়ুকিকে মহা পরিচালকের সহকারীর পদে নিযুক্ত করেন এবং কংগ্রেসের নীতি বিষয়ক চেয়ারম্যান ওশিমা তাদমোরি তার আগের পদেই বহাল থাকবেন।
খবরে প্রকাশ,লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ২৪ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত অস্থায়ী সাধারণ কাজকর্ম বিষয়ক সম্মেলনে নতুন সদস্য নিযুক্তর কথা ঘোষণা করা হয়। এরপর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নতুন সদস্য যৌথভাবে ক্ষমতাসীন কোমেইতো পার্টির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ফুকুদা ইয়াসুও-এর নতুন মন্ত্রী সভা গঠনের জন্য প্রস্তুতি নেবেন। (লিলি)
|