আন্তর্জাতিক মহাকাশ বিষয়ক ৫৮ তম সম্মেলন ২৪ সেপ্টেম্বর ভারতের দক্ষিণাঞ্চলের হায়দরাবাদ শহরে শুরু হয়েছে।
এবারের সম্মেলনের প্রসঙ্গ হলো মানবজাতির সঙ্গে যোগাযোগ--- মহাকাশ এবং জীবনের গুণগত মানের উন্নয়ন করা"। পাঁচ দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশ ও অঞ্চলের দুই হাজারেরও বেশী প্রতিনিধি মহাকাশ কেন্দ্র, টেলিযোগাযোগউপগ্রহ, মহাশূন্য সংক্রান্ত জ্ঞান, ভূপৃষ্ঠের পর্যবেক্ষণ এবং মহাকাশ সংক্রান্ত আইন প্রণয়নসহ মহাকাশ অভিযান ক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে বিনিময় ও অন্বেষণ করবেন।
আন্তর্জাতিক মহাকাশ ফেডারেশনের চেয়ারম্যান বি এস সুরেশ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ শিল্পের উন্নয়ন খুব দ্রুত হচ্ছে। সারা বিশ্বে মহাকাশ উন্নয়নের ব্যপকতা ১৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। (লিলি)
|