ইন্টারনেট উন্নয়নের ক্ষেত্রে শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মধ্যে ভারসাম্যহীনতা দূর করার জন্য চীন গ্রামাঞ্চলের ইন্টারনেট ব্যবস্থাউন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেবে। চীনের তথ্য উপ মন্ত্রীসি গুও হুওয়া ২৪ সেপ্টেম্বর পেইচিংএ এ কথা বলেন।
একই দিন আয়োজিত " চীনের ইন্টারনেট সম্মেলন ২০০৭-এ তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ইন্টারনেট শিল্প অবিরাম বিকশিত হচ্ছে এবং নেট নাগরিকদের সংখ্যাও প্রতিদনি বাড়ছে। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদেরবেশির ভাগ শিল্পোন্নতশহরাঞ্চলে কেন্দ্রীভূত। গ্রামাঞ্চলে ইন্টারনেটের ব্যবহার সবে মাত্র শুরু হচ্ছে।এ জন্য গ্রামাঞ্চলের ইন্টারনেটের অবকাঠামো জোরদার করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল নাগাদ চীনের প্রত্যেকথানায় ইন্টারনেটের ব্যবস্থা চালু করা হবে। তা ছাড়, গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যেগ্রামাঞ্চলেব্রড ব্যান্ডব্যবস্থাও জনপ্রিয় করা হবে।
উল্লেখ্য, গত জুন মাস নাগাদ চীনের নেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৬ কোটি।
|