২০০২ সালে চীনের কমিউনিষ্ট পাটির ১৬তম কংগ্রেসের পর চীনের বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তি ব্যাপকভাবে বেড়েছে। এখন কিছু কিছু ক্ষেত্রে তা বিশ্বের প্রথম সারিতে উন্নীত হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশের নিরাপত্তার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এখন সহায়ক ভুমিকা রাখছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি বিষয়ক অফিসের মহা পরিচালক সিয়ু হো পিন ২৪ সেপ্টেম্বর পেইচিংএ এ কথা বলেন। তিনি বলেছেন, বর্তমানে চীনে অপেক্ষাকৃত সম্পূর্ণ শিক্ষার বিষয় গড়ে উঠেছে। রাষ্ট্রীয় ল্যাব ও দেশের গুরুত্বপূর্ণ লাব সহ বিভিন্ন বিজ্ঞান গবেষণা ঘাঁটির মান অনুরুপ আন্তর্জাতিক ল্যাবের সমান হয়ে দাঁড়িয়েছে। ইতেমধ্যেএর ভিত্তিতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেশ কয়েকটি ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবনের সামর্থ্যও লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।
একটি পরিসংখ্যাণ অনুযায়ী, গত বছর সারা চীনের গবেষণা ক্ষেত্রে মোট ৩০ হাজার কোটিরও বেশী ইউয়েন রেন মিন পি বরাদ্দ করা হয়েছে।
|