v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 17:21:44    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৯/২৪

cri

    চীনের উত্তরাঞ্চলে অবস্থিত অন্তর্মঙ্গোলিয়ায় প্রাকৃতিক সম্পদ প্রচুর। সেখানকার কিছু অঞ্চল প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে দূষণমুক্ত জ্বালানি উন্নয়ন শুরু করেছে। যেমন অন্তর্মঙ্গোলিয়ার মধ্যাঞ্চল বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন করে। বাও থো শহরের লিয়ান ফাং গ্রামের প্রতিটি কৃষক পরিবার মিথেন-গ্যাস ট্যাংক তৈরি করেছে। তারা মিথেন-গ্যাস দিয়ে রান্না করেন এবং ক্ষেতে পানি দেন। দূষণমুক্ত জ্বালানি উন্নয়নের পাশাপাশি অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল কঠোরভাবে উত্পাদনের অনুন্নত পদ্ধতি বাতিল করেছে এমকি যেসব মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানি ক্ষয় করে এবং দূষণ ছড়ায় সেগুলো বন্ধ করে দিয়েছে কিংবা সংস্কার করেছে। ২৩ সেপ্টেম্বর বিজ্ঞান বিচিত্রা আসরে অন্তর্মঙ্গোলিয়ার পরিবেশ সুরক্ষা সম্পর্কে একটি প্রতিবেদন শোনানো হবে।

    চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন ব্যস্ত রাস্তার পাবলিক বাসস্টপগুলোতে সাধারণত দেখা যায়, কিছু লোক মাথায় লাল রোদ-প্রতিরোধক টুপি আর গায়ে হলুদ টিসার্ট পরে এবং হাতে ছোট পতাকা নিয়ে সেখানকার শৃংখলা রক্ষার কাজ করছেন। এর পাশাপাশি তারা বাসস্টপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজও করেন এবং অপেক্ষমান যাত্রীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। ২৬ সেপ্টেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ পেইচিংয়ের ইয়াও চিয়া ইউয়ান বাসস্টপে কর্মরত এক দম্পতির কাহিনী শোনাবেন।

    উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনিন শহরে অবস্থিত আকর্ষণীয় একটি চত্বরে রুশ জাতিভূক্ত এক পরিবারের ৬ জন সদস্য বসবাস করছেন। তাদের মধ্যে আছেন একজন রুশ জাতির বিদ্যালয় প্রধান, একজন বাদ্য যন্ত্রের দোকানদার এবং পাউরুটি দোকানের মালিক মাদাম নিনা। নিনা এই চত্বরে ৪০ বছর ধরে বাস করছেন। শান্ত চত্বরটিতে যেন মাখামাখি হয়ে আছে নিনা ও তার পরিবার সদস্যদের ভালবাসা । নিনা বলেন, এখানকার পরিবেশ তাদের দারুন পছন্দ। পরিবারের সদস্যই এখানে বাস করতে চায়। ২৬ সেপ্টেম্বর ওরা অনন্য আসরে শুনুন এই রুশ জাতির চত্বরটির কাহিনী।

    চীনের লিয়াও নিং প্রদেশের ছাং সিং দ্বীপ গত দু'বছর ধরে বেশি বেশি করে দেশি-বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়ছে। অতীতে দূরের এ ছোট দ্বীপটিকে কেউ চিনত না। চীন সরকারের উত্তর-পূর্ব চীনের পুরনো শিল্প ঘাটি পুনরুদ্ধার করার নীতির কারণে এই ছোট দ্বীপটিরও দ্রুত গতিতে উন্নতি হয়েছে। বর্তমানে ছাং সিং দ্বীপের পুনর্বাসন প্রকল্প, বিনিয়োগকারী আকর্ষণ, বন্দর, সড়কপথ, রেলপথের নির্মাণসহ নানা কাজ সুশৃঙ্খলভাবে চলছে। ২৭ সেপ্টেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে ছাং সিং দ্বীপের সমৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন শোনানো হবে।

    আজ থেকে ১৫ বছর আগে চীনের হুপেই প্রদেশের সি ইয়েন শহরের ইয়ুনসি জেলার হোতিকৌ গ্রামের ছেলেমেয়েরা বিনাখরচে গ্রামের প্রাথমিক স্কুলে লেখাপড়া করার সুযোগ পেল। স্কুলে থেকে আর স্কুলে খেয়ে লেখাপড়া। ঘুমবার ও খাবারের জন্য তাদের নিজের কোনো লেপ কিংবা বাসন পত্রও দিতে হয় না। এত সব অবদান যায়, তিনি সেই স্কুলের শিক্ষক হু আন মেই। ২৮ সেপ্টেম্বর কন্যা জায়া জননী আসরে আপনাদেরকে পাহাড়ী স্কুলের শিক্ষক হু আন মেইর গল্প শোনানো হবে।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)