v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 16:24:51    
নেপালে চীন উত্সব শুরু(ছবি)

cri

**নেপালে চীন উত্সব শুরু

    দশ দিনব্যাপী "নেপালের তৃতীয় চীন উত্সব-২০০৭" ১৬ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে। শরীর ভাল না থাকায় নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ঘরের বাইরে খুব একটা না বেরুলেও উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে তিনি ভোলেন নি।

    বীরেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চীন উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে কৈরালা বলেন, এ কর্মসূচী দু'দেশের জনগণের সমঝোতা বাড়ানোর জন্য সহায়ক হবে। নেপালের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল। কিন্তু নেপাল ও চীনের জনগণের বন্ধুত্ব দু'দেশের সম্পর্কের টেকসই উন্নয়নের ভিত্তি।

    চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, কুয়াংতুং প্রদেশ ও নেপালে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এবারের চীন উত্সব আয়োজিত হয়। এই উত্সবের বিষয়বস্তু হচ্ছে "সুষম কুয়াংতুং ও মনোরম চুহাই"।

**পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৬ অক্টোবর

    আগামী ৬ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার কাজি মুহাম্মদ ফারুক ২০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের এই তফসিল ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর ।

    পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের পাঁচ বছরের মেয়াদ আগামী ১৫ নভেম্বর শেষ হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের কার্যমেয়াদ শেষ হওয়ার ৩০ থেকে ৬০ দিন অর্থাত্ ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে।

**বিন লাদেন মুশাররফের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন

    আল-কায়েদা সংস্থা ২০ সেপ্টেম্বর উগ্রপন্থী একটি ওয়াইবসাইটের মাধ্যমে জানিয়েছে, ওসামা বিন লাদেন নতুন ভিডিওতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন ।

    ওয়াইবসাইটটি আল কায়েদার দুই নম্বর নেতা আয়মান আল জাওহারির সর্বশেষ ভিডিও চিত্র দেখিয়েছে । জাওহারি গত জুলাই মাসে পাকিস্তান সরকারের লাল মসজিদ অভিযানের নিন্দা করেছে ।

**শ্রীলংকার "ডেংগিজ্বর প্রতিরোধ সপ্তাহ" শুরু

    এ বছরে শ্রীলংকায় ৪০০০ লোক ডেংগিজ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩ সেপ্টেম্বর ঘোষণা করেছে, আগামী সপ্তাহ হবে "ডেংগিজ্বর প্রতিরোধ সপ্তাহ"।

** পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের শ্রীলংকা সফর

    শ্রীলংকার উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীনের পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান ইয়াং সিয়াও চিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৯ সেপ্টেম্বর থেকে শ্রীলংকায় দশ দিনব্যাপী মৈত্রী সফর শুরু করেছে।

    প্রতিনিধি দলটি শ্রীলংকা সরকারের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। ২০ সেপ্টেম্বর সকালে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে চীনা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সফরকালে প্রতিনিধি দল শ্রীলংকার সংস্কৃতি উত্সবে অংশ নেবে, শ্রীলংকার ঐতিহাসিক পুরাকীর্তি পরিদর্শন করবে এবং শ্রীলংকার বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবে।

**ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি ছাঁড়িয়েছে

    চলতি বছর আগস্ট মাস পর্যন্ত ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৮৩.১ লাখ । এতে সেখানে মোবাইল ফোন ব্যবহারকারীর মোট সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে। ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থাপনা ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান থেকে একথা জানা গেছে।

    মোবাইল ফোনের বাজার হিসেবে ভারত হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধিশীল দেশ। ২০০৬ সালের মে মাসে এ দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটি। এক বছর পর তা ২০ কোটি ছাড়িয়ে গেছে।

    বর্তমানে ভারতে ল্যান্ড ফোন ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯৭ লাখ ৩০ হাজার। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি ১২ লাখ ৯০ হাজার। অর্থাত্ প্রতি ১০০ জন ভারতীয় হাতে ২১.২টি টেলিফোন রয়েছে।

    ভারত সরকার মনে করে, টেলিযোগাযোগ উন্নয়ন হচ্ছে দরিদ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সরকারী পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল নাগাদ ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাঁড়িয়ে যাবে।  (ইয়ু কুয়াং ইউয়ে)