v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 14:05:58    
আফগান সমস্যা নিয়ে নিউইয়র্কে শুরু ১৮ জাতির বৈঠক

cri
    আফগান সমস্যা বিষয়ে ১৮ জাতির বৈঠক ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে প্রকাশিত ইস্তাহারে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে অব্যাহতভাবে আফগানিস্তানকে সাহায্য দেয়ার আহবান জানিয়েছেন। যাতে আফগান সরকার ধাপে ধাপে উন্নয়ন ও নিরাপত্তা ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে পারে।

    অধিবেশনে অংশগ্রহণকারীরা আফগানিস্তানের পুনর্বাসনে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়ে নিরাপত্তা, সন্ত্রাস দমন, আঞ্চলিক সহযোগিতা, মাদকদ্রব্য প্রতিরোধ ও ব্যবস্থাপনা এই চারটি ক্ষেত্রে কৌশলগত সমন্বয় জোরদার এবং যৌথভাবে আফগানিস্তানকে সাহায্য করার কথা বলেছেন।

    বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংবাদদাতাকে বলেন, আফগান সমস্যা সমাধানের চাবিকাঠি এখন এক ক্রান্তিকালের মধ্যে আছে। দেশটি বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবারের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অব্যাহতভাবে আফগান সরকারকে সমর্থন দেয়ার দৃঢ়প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

    জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ভাষণে বলেন, আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়ায় চীন জাতিসংঘ এবং জাতিসংঘের আফগান সাহায্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকাকে সমর্থন করে। চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে অব্যাহতভাবে আফগানিস্তানকে সর্বাত্মকভাবে সাহায্য দেয়ার আহবান জানায়। পাশাপাশি আফগান সরকার ও জনগণের সদিচ্ছাকে সম্মান করা উচিত। চীন আন্তরিকভাবে আশা করে, আফগানিস্তান যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী শান্তি বাস্তবায়িত হবে। চীন আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্বাসনে সক্রিয়ভাবে অংশ নেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)