২০০২ সালে চীনের কমিউনিস্ট পার্টির ষোড়শ কংগ্রেসের পর থেকে চীনের ফৌজদারী আইন ব্যবস্থা সংস্কার ও পূর্ণাঙ্গে করে তোলার মাধ্যমে মানবাধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন ও নিশ্চিত করার ব্যাপারে নতুন সাফল্য অর্জন করেছে । ২৩ সেপ্টেম্বর প্রকাশিত চীনের পিপলস ডেইলি পত্রিকার একটি প্রবন্ধে এ কথা বলা হয়েছে ।
প্রবন্ধে বলা হয়েছে , এ বছরের জানুয়ারী থেকে চীনে মৃত্যুদন্ডের রায় অনুমোদনের ক্ষমতা সর্বোচ্চ গণ আদালতের কাছে ফিরিয়ে আনা হয়েছে । চীনে যাদের মৃত্যুদন্ড প্রদান করা হয় , তারা মারাত্মক অপরাধী এবং তাদের সংখ্যা খুব কম । এ থেকে বোঝা যায় , অপরাধীদের ওপর শাস্তি আরোপ করার পাশাপাশি মানবাধিকারকেও নিশ্চিত করা হয়েছে । মৃত্যুদন্ডের রায় অনুমোদনের ক্ষমতা সর্বোচ্চ গণ আদালতের কাছে ফিরিয়ে আনার পর চীনে সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফৌজদারী মামলার সংখ্যা কিছুটা কমেছে । পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক বিষয়ক আইন ব্যবস্থা আরো পূর্ণাঙ্গ করে তোলা হয়েছে । (থান ইয়াও খাং)
|