এ বছরের জুন মাসের শেষ নাগাদ চীনের সামাজিক বীমা তহবিলের পরিমাণ ৪ শো বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । ২২ সেপ্টেম্বর চীনের সামাজিক বীমা তহবিল সংস্থার উপ-মহাসচিব ওয়াং চুং মিন এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে চীনের সামাজিক বীমা তহবিলের লাভ বৃদ্ধি পেয়েছে । জুন মাসের শেষ দিক পর্যন্ত চীনের সামিজিক বীমা তহবিলের লাভ ১৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
তিনি বলেছেন , ১৩০ কোটি চীনা জনগণের পক্ষে সামাজিক বীমা তহবিলের পরিমাণ ২ ট্রিলিয়ন ইউয়ান এবং বার্ষিক লাভ ৫ শতাংশেরও বেশি হলে এ তহবিল ছাড়াও সামাজিক বীমা ক্ষেত্রের বিবিধ চাহিদা মেটানো যাবে ।
তিনি বলেছেন , চীনের সামাজিক বীমা তহবিল সংস্থা তাদের লাভ আরো বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ ।
২০০০ সালের আগস্ট মাসে চীনে সামাজিক বীমা তহবিল স্থাপন করা হয় । তার উদ্দেশ্য হচ্ছে বয়স্কদের সংখ্যা দ্রুতভাবে বেড়ে যাওয়ায় সৃষ্ট সারমাজিক বীমা ক্ষেত্রের চাপ মোকাবেলা করা । (থান ইয়াও খাং)
|