সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনের শহরায়নের প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে। বতর্মানে বেশ কয়েকটি মাঝারি ও ছোট শহরের জি ডি পির পরিমাণ হাজার কোটি রেন মিন পিতে দাঁড়িয়েছে। চীনের টেকসই উন্নয়নে এ সব শহরের ভূমিকা লক্ষ্যণীয় হয়ে উঠেছে।
২২ সেপ্টেম্বর পেইচিংএ আয়োজিত চীনের মাঝারি ও ছোট শহরের টেকসই উন্নয়নের চর্তুথ শীর্ষ সম্মেলন সূত্রে এ খবর পাওয়া গেছে।
চীনের সর্বশেষ এক পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০৭ সালে চীনের শ্রেষ্ঠ একশোটিমাঝারি ও ছোট শহরের ৩৯ শতাংশ পূবাঞ্চলের এবং ৬১ শতাংশ পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের। এ থেকে বুঝা যায় যে, চীনের অধিকাংশ অঞ্চলে পুঁজিবিনিয়োগের সুযোগ বিদ্যমান রয়েছে।
|