 পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে ফেরত পাঠানো হয়েছে। তারা ২২ সেপ্টেম্বর লিমায় পৌঁছেছেন। বিদেশে আশ্রয় নেয়া ফুজিমোরিকে প্রায় ৭ বছর পর স্বদেশে ফেরত পাঠানো হলো। এখন তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে।

জানা গেছে, ফুজিমোরিকে বহনকারী বিমানটি এ দিন বিকাল ৪টা ৩৮মিনিটে লিমার একটি সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছে। পেরুর জাতীয় পুলিশের প্রধান ডেভিড রড্রিগুয়েজ, ৪জন আন্তর্জাতিক পুলিশ সংস্থার পুলিশ এবং ডাক্তারও একই সঙ্গে ফিরে এসেছেন।

পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী লুইস আলভা এ দিন বলেছেন, ফুজিমোরিকে পূর্ব লিমার একটি অস্থায়ী কারাগারে আটক রাখা হবে। পরে তাকে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত পেরুর জাতীয় কারাগার কমিটির বাছাই করা অন্য একটি স্থানে আটক রাখবে।
(খোং চিয়াচিয়া)
|