চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের জলসেচ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যাপক চাং সিন ২১ সেপ্টেম্বর পেইচিং-এ অনুষ্ঠিত 'বিশ্ব সৌর শক্তি সম্মেলন—২০০৭'-এ বলেছেন, চীনের ক্ষুদ্র জলবিদ্যুত কেন্দ্রের উত্পাদন ক্ষেত্রে তা চীনের পুনঃব্যবহার্য জ্বালানী সম্পদের গুরুত্বপূর্ণ অংশ হয়েছে।
তিনি বলেছেন, চীনের ৫শ' কিলোওয়াটের চেয়ে কম ক্ষুদ্র জলবিদ্যুতের কেন্দ্রের ক্ষমতা অনেক। ০.১ থেকে ১০ কিলোওয়াট সম্পন্ন এ সব ক্ষুদ্র জলবিদ্যুত কেন্দ্রের মাধ্যমে ৮ কোটি কিলোওয়াট বিদ্যুত উত্পাদন করা সম্ভব। তবে ক্ষুদ্র জলবিদ্যুত কেন্দ্রগুলোর উত্পাদন হার মাত্র ১ শতাংশ।
তিনি বলেছেন, চীনের পাহাড়ী অঞ্চলের ছোট আকারের জলাধারের সংখ্যা বর্তমানে প্রায় ৮০ হাজার। এ সব ক্ষুদ্র জলবিদ্যুত সম্পদের এখনো সদ্বব্যবহার করা হয় নি।
(খোং চিয়াচিয়া)
|