এ বছরের প্রথম সাত মাসে চীনের মোট তিন লাখ মোটর গাড়ী রপ্তানি করা হয়েছে । এটা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেশি । ২২ সেপ্টেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ।
মোটর গাড়ী রপ্তানি বাড়ানো এবং মোটর গাড়ী রপ্তানি ঘাঁটি প্রতিষ্ঠার জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে অনুকুল নীতি প্রণয়ণ করছে । সরকার চীনের মোটরগাড়ী তৈরী শিল্পপ্রতিষ্ঠানকে বিদেশে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহিত করে , শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত মান উন্নত করতে সাহায্য করে । এ ছাড়াও মোটরগাড়ী শিল্প ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়তা প্রদান করে ।
জানা গেছে , চীন থেকে প্রধানতঃ ব্যবসা বাণিজ্য কাজে ব্যবহৃত গাড়ী রপ্তানি করা হয় । চীনের গাড়ীগুলো আগে মধ্যপ্রাচ্য , এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে রপ্তানি করা হত । সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ , বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো চীনের মোটর গাড়ী আমদানি করতে শুরু করেছে । বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী , এ বছর চীন থেকে মোট পাঁচ লাখ মোটরগাড়ী রপ্তানি করা হবে ।
|