v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-22 19:06:20    
জাতিসংঘের সদর দফতরে দারফুর সমস্যা বিষয়ক দ্বিতীয় দফা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত

cri
    দারফুর সমস্যা বিষয়ক দ্বিতীয় দফা উচ্চ পর্যায়ের সম্মেলন ২১ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ ইস্তাহারে একই সঙ্গে দারফুর অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া ও শান্তিরক্ষী অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক সাহায্যের সংকট সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উত্থাপিত পরিকল্পনাকে সমর্থনের কথা বলা হয়েছে।

    যৌথ ইস্তাহারে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে আগামী মাসের ২৭ তারিখে লিবিয়ায় অনুষ্ঠিতব্য সুদান সরকার ও সরকার বিরোধি সংস্থার মধ্যকার শান্তি আলোচনায় অংশগ্রহণের তাগিদ দেয়া হয়েছে। ইস্তাহারে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য দেয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। যাতে দারফুর অঞ্চলে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তি রক্ষী বাহিনী সংক্রান্ত নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর সুনিশ্চিত করা যায়। পাশাপাশি ইস্তাহারে জোর দিয়ে বলা হয়েছে যে, সুদান সরকার এর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

    চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাই চুন সম্মেলনে সুদানের দারফুরের রাজনৈতিক প্রত্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন। যাতে দারফুরে সার্বিকভাবে স্থায়ী শান্তি বাস্তবায়িত হয়। তিনি বলেছেন, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং সুদন সরকারের মূখ্য ভূমিকা পালন করা উচিত। সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যৌথ অভিযানের খুটিনাটি বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতেও চীন দারফুর সমস্যায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে এবং দারফুর অঞ্চলে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাবে। (লিলি)