২২ সেপ্টেম্বর পেইচিংয়ের দশম আর্ন্তজাতিক পযর্টন সংস্কৃতি উত্সবে ফ্যাশন পোষকের প্রদর্শনীঅনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গার তিন হাজারেরও বেশী নায়ক-নায়িকা এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
২১ সেপ্টেম্বর পেইচিংএর দশম আন্তর্জাতিক পযর্টন সংস্কৃতি উত্সব শুরু হয়। " পেইচিংকে জানা, অলিম্পিক গেমসের দিকে এগুনো" এবারের উত্সবের প্রধান বিষয়। এ ছাড়া ও, চলচ্চিত্র প্রদর্শনী, ঘুড়ি উড়ানো সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হবে। একটি খবরে জানা গেছে, ৪০টিরও বেশী দেশ ও অঞ্চলের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন কর্মসূচীতেঅংশ নেবেন।
পেইচিং পৌর সরকার ও চীনের রাষ্ট্রীয় পযর্টন ব্যুরোর যৌথ উদ্যোগে এই উত্সব অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সাল থেকে প্রতি বছর এক বার করে এই উত্সব অনুষ্ঠিত হয়। এ উত্সবকে " চীনের সুবৈশিষ্ট্যসম্পন্ন চিয়ানিহুওয়া "বলে গণ্য করা হয়।
|