v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-03 19:03:55    
চীনের পুরুষ পোষাক ডিজাইনার চি ওয়েন পোও

cri

    এ বছরের জানুয়ারী মাসে ইতালির মিলানে অনুষ্ঠিত এক ফ্যাশন সপ্তায় চীনের পোষাক ডিজাইনার চি ওয়েন পোওয়ের ডিজাইন করা লিলাং পুরুষ পোষাক প্রথমবারের মত প্রদর্শিত হয়েছে এবং আন্তর্জাতিক ফ্যাশন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে । চীনের পুরুষ পোষাক এই প্রথম বিশ্বের শীর্ষ পর্যায়ের ফ্যাশন সপ্তায় প্রবেশ করল । চি ওয়েন পোওয়ের ডিজাইনের ধারণা হচ্ছে সরলতা ও বাস্তবতা এবং জাতীয় সংস্কৃতি ও সৃজনশীলতা । ঠিক এ ধারণা তাকে সফলকাম করেছে । কিছুদিন আগে আমাদের সংবাদদাতা মিস্টার চি ওয়েন পোওয়ের সাক্ষাত্কার নিয়েছেন ।

    চি ওয়েন পোওয়ের দেশের বাড়ি উত্তর-পূর্ব চীনের চি লিন প্রদেশে অবস্থিত । তিনি লম্বা নন । একটি কালো ফ্রেমের চশমা পরেন । তিনি কালো রংয়ের আরামদায়ক পোষাক পরতে পছন্দ করেন । মিলানে অনুষ্ঠিত ফ্যাশন সপ্তার কথা স্মরণ করে তিনি বলেছেন ,

    মিলানে আমাদের পোষকের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া গেছে । ইতালি হচ্ছে একটি আন্তর্জাতিক মঞ্চ । আমরা প্রথমবারের মত সেখানে গেছি । লেখাপড়া ও বিনিময়ের মনোভাব নিয়ে সেখানে গিয়েছি । ইতালির কিছু ফ্যাশন বিশেষজ্ঞ আমাদের ডিজাইনকে গুরুত্ব সহকারে স্বীকৃতি দিয়েছেন । কেন না , ইতালির ধারণায় চীনের বৈশিষ্ট্যসম্পন্ন ডিজাইন কোনোদিন দেখা যায় নি । আমাদের ডিজাইন দেখে তারা মনে করেন যে , এটি চীনের একটি সৃজনশীলতা । ডিজাইনের মধ্যে চীনের উপকরণ বিরাজ করছে । এটি বিশ্ব স্রোতের গুণগত মানের প্রতিনিধিত্ব করতে পারে ।

    গত শতাব্দির ষাটের দশকের গোড়ার দিকে চি ওয়েন পোও জন্মগ্রহণ করেন । তিনি একটি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন । চারুকলায় তার কিছু দখল আছে বলে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি আস্তে আস্তে পোষাক ডিজাইনের কাজ শুরু করেন । পরে তিনি একজন পেশাদার পোষাক ডিজাইনার হন । তার অসাধারণ উপলব্ধি ও নিজের বৈশিষ্টসম্পন্ন ডিজাইনের জন্যে চি ওয়েন পোও ক্রমেই দেশের একজন সুপরিচিত পুরুষ পোষাক ডিজাইনারে পরিণত হন ।

    চি ওয়েন পোও বেশ কয়েকবার চীনের দশজন শ্রেষ্ঠ ডিজাইনার এবং চীনের শ্রেষ্ঠতম পুরুষ পোষাক ডিজাইনারের সম্মানে ভূষিত হয়েছেন । এমন কি তিনি চীনের পোষাক ডিজাইনারদের সর্বোচ্চ পুরস্কার - চিন তিং পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ।

    চীনের ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা থেকে ধারণা নিয়ে মিলান ফ্যাশন সপ্তার জন্যে চীনা পোষাক ডিজাইন করেছেন । তিনি তার পোষাকে প্রধানত ধুসর ও কালো রং ব্যবহার করেন এবং কিছু লাল রংও ব্যবহার করেন । ফ্যাশন শো'তে তিনি চীনের পেইচিং অপেরা ও উ সুর মত চীনের ঐতিহ্যিক সাংস্কৃতিক উপকরণও সংযোজন করেছেন । তাই চীনা পোষাকের ফ্যাশন শো দর্শকদের জন্যে অভিনব অনুভূতি এনে দিয়েছে ।

    চীনের সাংবাদিক উ হুং ইউয়ে মিলান ফ্যাশন সাপ্তা পরিদর্শন করেছেন । এ সপ্তায় চি ওয়েন পোওয়ের ফ্যাশন শোর সাফল্য এখনো তার মনে জাগরূক রয়েছে । তিনি বলেন ,

    চীনা ডিজাইনারের পোষাক বেশ ভালো । এ ফ্যাশন শোর পরের দিন ইতালির একজন গণ্যমান্য ব্যক্তি চি ওয়েন পোওয়ের ফ্যাশন শোতে প্রদর্শিত দ্বিতীয় পোষাক কেনার ইচ্ছা প্রকাশ করলেন । কারণ তিনি এ পোষাক পরে ইতালির একটি প্রখ্যাত মার্কার পোষাকের

পার্টিতে যোগ দেবেন । আমার মনে হয় , এতে প্রমাণিত হয়েছে যে , ইতালির লোকেরা চীনের উপকরণসম্পন্ন ডিজাইন ও তৈরি পোষাক গ্রহণ করেছেন ।

    বহু বছর ধরে আন্তর্জাতিক ফ্যাশন মহলের কোনো কোনো ব্যাক্তি মনে করেন যে , চীনের ডিজাইনাররা তাদের অন্যদের অনুকরণে পোষাক ডিজাইন করছেন এবং আন্তর্জাতিক ফ্যাশনের স্রোত অনুসরণ করছেন । চীনের ডিজাইন করা পোষাকের মধ্যে কোনো নতুনত্ব নেই । চি ওয়েন পোওয়ের ডিজাইন করা পোষাক দেখার পর তাদের আগেকার মনোভাবের পরিবর্তন ঘটেছে । চি ওয়েন পোও বলেছেন ,

    আমাদের পোষাক দেখে ইতালির ফ্যাশন সমিতির চেয়ারম্যান ম্যারিও বোসেলি অবাক হয়েছেন । আমাদের ফ্যাশন শো দেখে তার মনে হয়েছে যে , চীনের ডিজাইন বিশ্বের প্রথম শ্রেণীর ডিজাইনের প্রতিনিধিত্ব করতে পারে । তাছাড়া চীনের উপকরণ বিশ্বের পুরুষ পোষাক উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে পারে । তিনি আমাদের উচ্চ মূল্যায়ণ করেছেন ।

    এখন চি ওয়েন পোও লিলাং ফ্যাশন কোম্পানির প্রধান ডিজাইনার । ২০০০ সালে চি ওয়েন পোও লিলাং কোম্পানির সংগে সহযোগিতা শুরু করেন । তখন এ কোম্পানির অধীনে মাত্র ডজন খানেক দোকান ছিল । সেসময় বার্ষিক বিক্রির মূল্য ছিল ৩ কোটি ইউয়ান । ২০০৬ সালে লিলাং কোম্পানির অধীনে রয়েছে ২ হাজার দোকান । বার্ষিক বিক্রির মূল্য ৫ থেকে ৬ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । স্পষ্টতই লিলাং কোম্পানির দ্রুত উন্নয়ন চি ওয়েন পোওয়ের সংগে ওতপ্রোতভাবে জড়িত । লিলাং কোন্পানির চেয়ারম্যান ওয়াং লিয়াং ছেং চি ওয়েন পোওয়ের ডিজাইনের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন ,

    তার ডিজাইনের মাধ্যমে অনেক পোষাক সজীব হয়ে উঠেছে । তার ডিজাইন করা পোষাকের মধ্যে সারগর্ভ জিনিস আছে ।

    চীনের পুরুষ পোষাক এই প্রথম মিলান ফ্যাশন সপ্তায় বিশ্বের বিখ্যাত মার্কার পোষাকের সংগে একসাথে প্রদর্শিত হয়েছে । দেশ বিদেশের ফ্যাশন মহল চি ওয়েন পোওয়ের ডিজাইনের উচ্চ মূল্যায়ণ করেছেন । অথচ তিনি এসব সাফল্যে ক্ষান্ত হন নি । তিনি তার দৃষ্টি আরো অনেক দূরে নিবদ্ধ করেছেন । তিনি বলেন ,

    চীনের মার্কা অবশ্য শুধু লিলাং নয় । চীনে পোষাকের আরো কিছু শক্তিশালী মার্কা রয়েছে । সেগুলোও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে । গত কয়েক বছরে চীনের তৈরি পোষাক শিল্পের দ্রুত উন্নতি হয়েছে এবং কিছু মার্কার পোষাকও পরিপক্ক হয়ে উঠেছে । তাই চীনের বেশ কিছু তৈরি পোষাক কোম্পানি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সামর্থ্য অর্জন করেছে । চীনের একজন পোষাক ডিজাইনার হিসেবে আমি আশা করি যে , শিগগিরই আমি চীনের অন্য পোষাক ডিজাইনারদের সংগে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করতে পারবো এবং আন্তর্জাতিক মার্কার সারিতে চীনের মার্কাগুলোকেনর শামীল করার ক্ষেত্রে কিছু অবদান রাখতে পারবো ।