বতর্মানে চীনের সামাজিক ত্রাণ ব্যবস্থার কাঠামো মোটামুটি গড়ে তোলা হয়েছে। শহরাঞ্চলের অধিকাংশ দুস্হ মানুষের জীবনযাত্রার নিশ্চয়তা সংরক্ষিত হয়েছে। ২২ সেপ্টেম্বর পেইচিংএ আয়োজিত চীনের সামাজিক নিশ্চয়তা ফোরামের বার্ষিক সম্মেলনে চীনের বেসরকারী প্রশাসনের উপ মন্ত্রী লি লি গুও এ কথা বলেছেন। তিনি বলেছেন, সামাজিক ত্রাণ, কল্যাণ এবং দাতব্য ব্রত চীনের সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার একটি গুরুত্বর্পূণ অঙ্গ। ভবিষ্যতে চীন বরাবরই ত্রাণ ব্যবস্থা সম্পূর্ণ করবে এবং জীবনযাত্রার ন্যুণতম নিশ্চয়তা জোরদার করবে।
এখন পযর্ন্ত চীনের শহরাঞ্চলে জীবনযাত্রার ন্যুণতম নিশ্চয়তা ব্যবস্থা চালু হওয়ার পর ২ কোট ২০ লাখেরও বেশী দুস্থ অধিবাসির স্বাভাবিক জীবন সংরক্ষণ করা হয়েছে। ২ কোটি দুস্থ কৃষক এ ব্যবস্থায় হিতকর।
|