v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-26 18:52:57    
চীনের সেন চেনের বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রী

cri

    আমার মনে এক স্বপ্ন ছিল , তা হল আমার গান নিয়ে তোমার দুঃখ তুল করা । ঝিক ঝিক তারা আকাশে কে সত্যি বীর , সাধারণ মানুষ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ দিয়েছে ।

    এ চীনা ভাষা আবৃত্তি শুনে আপনি হয়তো জানেন না যে তা চীনের সেন চেন শহরে অধ্যয়ণরত দক্ষিণ কোরিয় ছাত্রছাত্রীদের আবৃত্তি । সেন চেনের অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক বিদেশি ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে । আজের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এসব ছাত্রছাত্রীদের চীনা জীবন সম্পর্কে কিছু বলবো ।

    বাদ উতসাব নেপাল থেকে চীনে এসেছেন । তিনি এখন সেন চেন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছেন । সংবাদদাতাকে তিনি বলেন , তিনি মাত্রই সেন চেন এসেছেন । তবে ইতোমধ্যেই সেন চেনকে পছন্দ করেছেন । তিনি বলেছেন

    যদিও দশ মাস আগে আমি মাত্রই সেন চেনে এসেছেন । তবে এখন সেন চেনে আমার অনেক বন্ধু আছে । তাদের কাছ থেকে আমি অনুভব করেছি যে চীনারা খুব অতিথিপরায়ন এবং অন্যকে সাহায্য করতে খুবই ইচ্ছুক । আমার চীনা ভাষা এখন ভালো না , জীবনে অথবা লেখাপড়ায় মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয় । আমি খুব ভাগ্যবান যে আমার এত বেশি চীনা বন্ধু আছে ।

    সম্প্রতি ৩০ বছরে দক্ষিণ চীনের সেন চেনের অর্থনীতির বিরাট অগ্রগতি হয়েছে । বর্তমানে সেন চেনে মোট দশটি বিশ্ববিদ্যালয় আছে । ৪০টিও বেশি দেশের ৫ শোরও বেশি বিদেশি ছাত্রছাত্রী সেন চেনে লেখাপড়া করছেন । বিদেশি ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন উপায়ে এসব ছাত্রছাত্রীদের সুবিধা দেয় । যেমন হারবিন শিল্প বিশ্ববিদ্যালয়ের সেন চেন ব্যাচালার ইন্সটিটিউট ইংরেজি বই নিয়ে ছাত্রছাত্রীদের শিখায় । বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রছাত্রীদের জীবনের চাহিদাও মেদায় । হারবিন শিল্প বিশ্ববিদ্যালয়ের সেন চেন ব্যাচালার ইন্সটিটিউটের শিক্ষক লিয়াং ছিউ রু বলেছেন :

    আমরা বিদেশি ছাত্রছাত্রীদের সবচেয়ে ভালো পরিসেবা দেই । যেমন আমাদের বিদেশি ছাত্রছাত্রী হোস্টেলে ফ্রিজ , এ সি , রান্না ঘর ও ওয়াশিং রুম সব আছে । তা চীনা ছাত্রছাত্রীদের হোস্টেলের চেয়ে ভালো ।

    বিদেশি ছাত্রছাত্রীদের জীবনের সমস্যা সমাধানের জন্য চীনা শিক্ষক ও ছাত্রছাত্রী সত্যিই অনেক চেষ্টা করেছেন । সেন চেনের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেন ইয়ান ফেই আমাদের সংবাদদাতাকে এক ছোট গল্প বলেছেন , তিনি বলেছেন :

    আমাদের বিশ্ববিদ্যালয়ে এক পাকিস্তানী ছাত্র আছে । তার স্ত্রী অসুস্থ্য হয়ে হাসপাতালে ছিল । তখন আমরা শীত্কালের ছুটিতে আছি । তবে এ খবর শোনার পর আমরা তাড়াতাড়ি কিছু উপহার কিনে হাসপাতালে তার স্ত্রীকে দেখতে গিয়েছি । এর জন্য তিনি অনেক মুগ্ধ হয়েছেন ।

    চলতি বছরের পয়লা জানুয়ারী , সেন চেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রী বিভাগ এক নববর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে । এ অনুষ্ঠান বিদেশি ছাত্রছাত্রীদের জন্য নিজের সামর্থ প্রকাশ করা এবং অন্যের সঙ্গে আলাপ করার সুযোগ দিয়েছে । সব ছাত্রছাত্রী চীনা ভাষায় অনুষ্ঠান করেছেন । অবশেষে তারা একসঙ্গে "বন্ধু" নামে এক চীনা গান গেয়েছেন । যাতে চীনা শিক্ষক ও ছাত্রছাত্রীদেরকে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে । গানের কথা হল : বন্ধু সারা জীবনে একসঙ্গে চলে , আগের স্মরণীয় সময় আবার ফিরে আসবে না , এক কথা , সারা জীবনের ভালোবাসা চিরদিনে মনে রাখবে ।