চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা সাধারণ ব্যুরোর উপ-মহাপরিচালক চাং লি জুন ২০ সেপ্টেম্বর সান্তিয়াগোয় চিলির রাষ্ট্রীয় পরিবেশ কমিটির প্রধান আলভারো সাপাগের সঙ্গে দ্বিপক্ষীয় পরিবেশ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিলির রাষ্ট্রীয় পরিবেশ কমিটির চেয়ারম্যান অ্যানা লিয়া উরিয়ার্তে বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর দু'দেশের পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সহযোগিতা শক্তিশালীভাবে ত্বরান্বিত করবে।
চাং লি জুন বলেন, চীন ও চিলির পরিবেশ সহযোগিতা দু'দেশের জনগণের জন্যই কল্যাণকর এবং দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য সহায়ক । পানি, বায়ুমন্ডল দূষণ প্রতিরোধ এবং সমুদ্রের পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষ সজাগ দৃষ্টি রাখবে। দু'দেশের পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর উচিত বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান, পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা জোরদার করা । যাতে সম্মিলিতভাবে অবিরাম উন্নয়নের ব্যাপারে চেষ্টা চালানো যায়।--ওয়াং হাইমান
|