২১ সেপ্টেম্বর আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর এক সামরিক অভিযান ও বেশ কয়েকটি সহিংস সংঘর্ষের ঘটনায় মোট ৪০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। একই দিন আফগান পুলিশ ও যৌথ বাহিনী এ তথ্য স্বীকার করেছে।
২১ সেপ্টেম্বর আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী এক ইস্তাহারে বলে, এ দিন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের বেলায়েত হিলমান্দ প্রদেশে তালিবানের প্রায় ৪০ জন সদস্যকে হত্যা করেছে।
একই দিন, কাবুল পুলিশ ব্যুরো ঘোষণা করেছে, সে দিন সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে একটি আত্মাঘাতী বোমা হামলা ঘটনায় ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনীর একজন ফরাসী সৈনিক নিহত হয়েছে। আর ছয় জন নিরীহ নাগরিক আহত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|