|
 |
(GMT+08:00)
2007-09-21 18:46:25
|
নিউইয়কে তেলের দামরেকড ভেঙ্গেছে
cri
মার্কিন ডলারের দুবর্লতা ও মেক্মিকোউপ সাগরে দুর্যোগর্পূণআবহাওয়ারের প্রভাবে ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারের অশোধিততেলের ফিউচার্সের দাম বাড়া অব্যাহত রয়েছে। নিউইর্য়কের২০ সেপ্টেম্বরের শেষ নিলামে ইতিহাসের রেকড ভেঙ্গে ৮৩: ৩২ মার্কিন ডলারে উঠেছে। অন্য একটি খবরে জানানো হয়েছে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের লঘুচাপ সম্ভবত যুক্তরাষ্ট্রের মেকসিকো উপ সাগরীয় অঞ্চলের ওপর হাঘাত হানতে পারে বলে বাধ্য হয়ে এ অঞ্চলের কিছু তেল ক্ষেত্রও শোধনাগারবন্ধ রাখা হয়েছে । তা ছাড়া, মার্কিন ডলারের একাটানা দুবর্লতাও তেলের দাম বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। (চিয়াং)
|
|
|