|
|
(GMT+08:00)
2007-09-21 18:33:20
|
যুক্তরাষ্ট্রকূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যাসমাধানের পক্ষে:; বুশ
cri
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউবুশ ২০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরী করলে যুক্তরাষ্ট্র তা সত্য করবে না, তবে যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমাধানের পক্ষে। তিনি বলেন, এই সমস্যা সমাধানে নেয়া কূটনৈতিক পদ্ধতির লক্ষ্য হবে ইরানকে পরমাণু কর্মসূচী বর্জনে রাজি করানো। এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সবর্দাই ইরানের কাছে এই মনেভাব ব্যক্ত করে এসেছে। এ ব্যাপারে ইরানের ওপর অব্যাহ চাপ রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতি সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বিভিন্ন দেশের উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিকশাস্তি আরোপের আহ্বান জানাবেন। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যে হুমকি দিয়েছেন তিনি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। অভিযোগ করে বুশ বলেন, মাহমুদ আহমাদিনেজাদ মাঝে মাঝেই ইসরাইলের ওপর বল প্রয়োগেরহুমকি দিয়ে থাকেন। (চিয়াং)
|
|
|