২০ সেপ্টেম্বর উত্তর-পূর্ব চীনের সেনইয়াং শহরে উত্তর-পূর্ব এশিয়ার হাইটেক প্রদর্শনী--২০০৭ উদ্বোধন হয়েছে । উত্তর কোরিয়া , জাপান , দক্ষিণ কোরিয়া , মঙ্গোলিয়া , রাশিয়া সহ উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলো , বৃটেন , জার্মানি, ইতালি এবং চীনের মোট ৫০০টি শিল্পপ্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে ।
তিনদিনব্যাপী প্রদর্শনী চলাকালে উত্তর-পূর্ব এশিয়ার সফ্টওয়্যার শীর্ষ ফোরাম , কৃষি সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের ফোরাম, কার্টুন ও অ্যানিমেশন শিল্পের আন্তর্জাতিক ফোরাম , জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমিয়ে দেয়া সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তিগত ফোরাম সহ বিভিন্ন ফোরামের বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে । তাছাড়া উত্তর-পূর্ব চীনের পুরোনো শিল্প-ঘাঁটিকে পুনরায় সমৃদ্ধকরা নতুন প্রযুক্তি সম্পর্কিত আলোচনা সভাও অনুষ্ঠিত হবে ।
উত্তর-পূর্ব এশিয়ার অর্থনৈতিক এলাকা বর্তমানে বিশ্বে অন্যতম এলাকা যার অর্থনীতি সব সময় তেজি এবং সম্ভাবনাময়। উত্তর পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিজ নিজ বৈশিষ্ট্যপূর্ণ, অর্থনীতি , বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদ এবং বাজার পরস্পরের পরিপূরক । এদের সহযোগিতা ও উন্নয়নের ভবিষ্যত উজ্জ্বল । উত্তর-পূর্ব এশিয়ার বিজ্ঞান , প্রযুক্তিভিত্তিক অর্থনীতির বিনিময় ও সহযোগিতা জোরদার করা এবং এই এলাকার যৌথ উন্নয়ন তরান্বিত করা বিভিন্ন দেশের অভিন্ন আশা আকাঙক্ষা । -- চুং শাওলি
|