এখন হচ্ছে ফিলিস্তিন ও ইসরাইলের শান্তিপূর্ণ প্রক্রিয়া ত্বরান্বিত করার এক উপযুক্ত সময় । ২০ সেপ্টেম্বর ইসরাইল সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস জেরুসালেমে এ কথা বলেছেন।
এদিন তিনি ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, নভেম্বর মাসে মধ্য-প্রাচ্যের সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি কাজ বেশ কিছু বাধার মুখে পড়ে। তবে ফিলিস্তিন ও ইসরাইলের জন্যে বর্তমানের শান্তিপূর্ণ পরিস্থিতি দু'পক্ষের মতৈক্যে পৌঁছানোর জন্য অনেক সহায়ক হবে।
পেরেস এর প্রশংসা করেন। তিনি মনে করেন, শুধু বর্তমান পরিস্থিতির ওপর দৃষ্টি রাখলে চলবে না । মধ্য-প্রাচ্যের সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনত্বরান্বিত করা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। --ওয়াং হাইমান
|