এ বছর চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক গ্রামাঞ্চলের স্বাস্থ্য খাতে ঋণ বাড়াবে। এই খাতে দেয়া ঋণ ৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যাবে।
জাতীয় উন্নয়ন ব্যাংকের গভর্ণর চেন ইউয়ান বলেন, চীনের অধিকাংশ জেলার গ্রামাঞ্চলে স্বাস্থ্য খাতে ঋণ পৌঁছানোর চেষ্টা করা হবে। যাতে দীর্ঘকাল ধরে চীনের গ্রামাঞ্চলে পানীয় জল ও চিকিত্সা সমস্যা দ্রুতই সমাধান করা যায়। তিনি আরো জানান, ২০০৮ সাল থেকে জাতীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন শাখা ব্যাংককে প্রতি বছর নতুন করে বাড়ানো ৫ শতাংশ ঋণ বিশেষ করে গ্রামাঞ্চলের চিকিত্সা প্রকল্পসহ স্বাস্থ্য ক্ষেত্রে দেয়ার আদেশ দিয়েছে। যা দরিদ্র অঞ্চলের চিকিত্সার বুনিয়াদী ব্যবস্থা নির্মাণের প্রকল্প সমর্থন দেবে। গ্রামাঞ্চলের নতুন চিকিত্সা পরিসেবা সংস্থাকে কম ব্যয় ও শ্রেষ্ঠ মানের চিকিত্সা সাজ-সরঞ্জাম ও ওষুধ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক গ্রামাঞ্চলের চিকিত্সা শিল্পকে সমর্থনের মাত্রা জোরদার করেছে। এ বছরের প্রথমার্ধে গ্রামাঞ্চলের স্বাস্থ্য সংস্থাগুলোকে ২৪০ কোটি ইউয়ান ঋণ দেয়া হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|