চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি কর্তৃক তাইওয়ানকে জাতিসংঘে অন্তর্ভুক্তির প্রস্তাব নাকচ করার বিষয় নিয়ে ভাষণ দিয়েছেন।
ভাষণে চিয়াং ইয়ু বলেন, ১৯ সেপ্টেম্বর ৬২তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি সোলোমোন দ্বীপপুঞ্জ, মালাবিসহ অল্প কয়েকটি দেশের উত্থাপিত "জাতিসংঘে তাইওয়ানকে অন্তর্ভুক্তি"এর বিষয়টিকে ৬২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কর্মসূচীতে তালিকাভূক্ত করার প্রস্তাব নাকচ করেছে। এ থেকে আবারো প্রমাণিত হয়েছে যে, তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। কেউ এ সত্যকে পরিবর্তন করতে পারে না। "জাতিসংঘ সনদ" ও সাধারণ পরিষদের ২৭৫৮ নং প্রস্তাবের পরিপন্থী যে কোন কার্যকলাপ জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের সমর্থন পাবে না। এক চীনের নীতিকে চ্যালেঞ্জ করা ও চীনকে বিচ্ছিন্ন করার যে কোন অপচেষ্টা সার্থক হবে না।(ইয়ু কুয়াং ইউয়ে)
|