বুধবার বিকেল ৬টা পর্যন্ত এক হিসাব থেকে জানা গেছে , টাইফুন উইফা উপকুলীয় অঞ্চলে আঘাত হানার পর চীনের চে চিয়াং , ফু চিয়ান , চিয়াং সু প্রদেশ ও শাংহাই শহরে জরুরী ভিত্তিতে ২৬ লাখ ৯হাজার ব্যক্তিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে এবং এ দুর্যোগের ফলে চীনের ৬.৬ বিলিয়ন ইউয়ানের প্রত্যক্ষ ক্ষতি হয়েছে ।
বুধবার সন্ধ্যায় চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায় , বুধবার সকালে আঘাত হানার পর চে চিয়াং প্রদেশে ৫জন নিহত হয়েছে এবং ৩জন নিখোঁজ রয়েছে । টাইফুনে উপরোক্ত ৪টি প্রদেশ ও শহরে মোট ৯ হাজার ৬ শ'রও বেশি বাড়িঘর বিনষ্ট হয়েছে । জানা গেছে , মুষলধারে বৃষ্টির কারণে ধসে পড়া পলিমাটিতে চাপা পড়ে বহু লোক প্রাণ হারিয়েছে ।
বর্তমানে বিভিন্ন স্থানে বিপর্যয় প্রতিরোধ ও ত্রাণ কাজ পুরোদমে চলছে । (শি চিং উ)
|