মার্কিন প্রেসিডেন্টের সুদান সমস্যা বিষয়ক বিশেষদূত অ্যান্ড্রু ন্যাটসিওস বুধবার যুক্তরাষ্ট্রের কৌশল ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে ভাষণ দেয়ার সময় বলেছেন, সুদানের দারফুর সমস্যা সমাধানে রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে । এ ক্ষেত্রে চীন ইতিবাচক ভূমিকা পালন করেছে ।
ন্যাটসিওস বলেন , চীনের ইতিবাচক প্রভাবে সুদান সরকার ইতোমধ্যে গত জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দারফুর এলাকায় আফ্রিকান ইউনিয়ন - জাতিসংঘ যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়নের প্রস্তাব গ্রহণ করেছে । দারফুর সমস্যা সমাধানকে সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে চীন যে গঠনমূলক ভূমিকা নিচ্ছে , তাতে তিনি আনন্দিত।
ন্যাটসিওস বলেন , বর্তমানে দারফুর সসম্যা সমাধানের রাজনৈতিক প্রক্রিয়ায় কতিপয় সরকার-বিরোধী জংগী সংগঠনই প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে । (শি চিং উ)
|