জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশন ১৮ সেপ্টেম্বর বিকালে নিইউয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে ।
এবারের অধিবেশন ১৬০টি আলোচ্যবিষয় রয়েছে । এর মধ্যে প্রধান ৯টি বিষয় হচ্ছে : শান্তি ও নিরাপত্তা , উন্নয়ন , মানবাধিকার , নিরস্ত্রীকরণ , সন্ত্রাস দমন এবং জাতিসংঘের পরিচালনা পর্যায়ের সংস্কার । এ বছরে ৫০ শতাংশেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান অধিবেশনে অংশ নিয়েছেন ।
অধিবেশনে ২৫ সেপ্টেম্বর থেকে ৭ দিনব্যাপী সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে । চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চে ছি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এতে অংশ নেবেন এবং কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জতিক সমস্যায় চীনের অবস্থান ব্যাখ্যা করবেন ।
উল্লেখ্য , জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান যাচাই ও তত্ত্বাবধান সংস্থা । প্রতি বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে একবার অধিবেশনের আয়োজন হয় । এর উদ্দেশ্য হল বিভিন্ন দেশকে অভিন্ন স্বার্থে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করার মঞ্চ দেয়া । (শুয়েই ফেই ফেই)
|