যুক্তরাষ্ট্র , থাইল্যান্ড, নাইজেরিয়া এবং কাতারসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত বিদেশীরা সম্প্রতি নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে ছেন শুয়ে বিয়ান কর্তৃপক্ষের তাইওয়ান প্রণালীর দু'তীরের জনগণের আশা-আকাংক্ষা লঙ্ঘন করে তথাকথিত " জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোট" -এর দ্বারা " তাইয়ানকে স্বাধীন করার " বিছিন্নতাবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন।
১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতগণ তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত " জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোটের" বিরোধীতা করে স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠান শুরু করেছে। অনুষ্ঠানে পূর্ব আমেরিকা প্রবাসী চীনা সম্প্রদায়ের ফেডারেশনের চেয়ারম্যান ছেন ছিং ছুয়ান বলেছেন :" সকল চীনারা তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তিপূর্ণ উন্নয়নের ব্যাপারে আশাবাদী। একীভূত চীন ও তার ভূখন্ডের অখন্ডতা রক্ষা করার জন্য আমাদের উচিত " স্বাধীন তাইওয়ানের " বিরোধীতা করা। এটি হলো সকল চীনাদের পবিত্র দায়িত্ব"।
থাইল্যান্ডে প্রবাসী চীনারা স্থানীয় চীনা গণ-মাধ্যমের দ্বারা বিবৃতি বা প্রবন্ধ প্রকাশ করে একচীন নীতিতে সমর্থনের পাশাপাশি " স্বাধীন তাইওয়ানের " ব্যাপারে বিরোধীতা করেছে। বিশ্ববিদ্যালয়ে চীনের অধ্যায়ন করা, থাইল্যান্ডের সাধারণ ছাত্র সমিতির চেয়ারম্যান ভিট লৌলুর্লেট সম্প্রতি " প্রবন্ধ লিখে জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোট" -এর বিরোধীতা করেছেন। ১৮ সেপ্টেম্বর আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন:" প্রাচীনকাল থেকেই তাইওয়ান হচ্ছে চীনের মূলভূ-ভাগের একটি অবিচ্ছেদ্য অংশ। " জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোট" হলো " স্বাধীন তাইওয়ানের " পথে চলে যাওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা দু'তীরের শান্তি ও স্থিতিশীলতা সরাসরি বিপন্ন করে তুলবে। তা যে শুধু তাইওয়ানের অধিবাসীদের নিরাপত্তার জন্য ক্ষতিকার নয়, বরং এশিয়া ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলসহ বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর বটে।
নাইজেরিয়া প্রবাসী চীনাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের ৬০ জনেরও বেশি প্রতিনিধিদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীগণ বলেছেন, তাইওয়ানপন্থীদের কোন নামে বা উপায়েই চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার অপচেষ্টার অনুমতি দেয়া হবে না। প্রবাসী চীনাদের প্রতিনিধি ইয়াও কাং বলেন:" দেশের একীকরণ বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে সকল চীনাদের অভিন্ন আকাংক্ষা । সম্প্রতি তাইওয়ান কর্তৃপক্ষের বিছিন্নবাদীতামূলক আচরণ দিন দিন তীব্রতর হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, যে কোন ব্যক্তির দেশের একীকরণের বিরুদ্ধে ধ্বংসত্মক কার্যকলাপ অকার্যকর হবে। দু'তীরের জনগণ একই দেশের নাগরিক। এ বাস্তবতার কোনো পরিবর্তন হবে না ।"
কাতারের বিভিন্ন মহলের প্রবাসী চীনারা দোহায় সমাবেশ করে তীব্রভাবে " জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোট" -এর বিরোধীতা করেছেন। স্বাধীন তাইওয়ানের অপচেষ্টার কারণে দু'তীরের শান্তি ও স্থিতিশীল ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রবাসী চীনা ছে শাও চিন বলেছেন:" কাতারের প্রত্যিটি প্রবাসী চীনা দেশের একীকরণ ও রক্ষার ব্যাপারে আশাবাদী। তারা " জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোট" -এর তীব্র বিরোধীতা করেন। আমাদের সহকর্মীরাও চীনের একীকরণকে সমর্থন করেন। ছেন শুই বিয়ান কর্তৃপক্ষের বিছিন্নতার কোন প্রচেষ্টাই সফল হবে না।"----ওয়াং হাইমান
|