v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-19 17:54:00    
বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বান কি মুনের আহবান

cri
    জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১৮ সেপ্টেম্বর বিভিন্ন সদস্য দেশের উদ্দেশ্যে সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বৈশ্বিক উষ্ণতা, সুদানের দারফুর, ইরাক, আফগানিস্তান ও মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য ইতিবাচক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

    জাতিসংঘের ৬২তম সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বান কি মুন বলেন, আবহাওয়া পরিবর্তনের সমস্যা মোকাবেলা করা জাতিসংঘের নেতৃত্বের দক্ষতা ও দূরদর্শিতার জন্য একটি চ্যালেঞ্জ। বিভিন্ন সদস্য দেশকে সাহসের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেকা করতে হবে।

    দারফুর সমস্যা প্রসঙ্গে বান কি মুন আশা প্রকাশ করেছেন যে, সাধারণ পরিষদের আয়োজিত উর্ধ্বতন পর্যায়ের অধিবেশন থেকে আগামী মাসে লিবিয়ায় অনুষ্ঠেয় দারফুর সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের জন্য কৌশল ও প্রস্তাব তৈরি করা যায়। ইরানের পারমাণবিক সমস্যা প্রসঙ্গে তিনি আবারো ঘোষণা করেছেন, সংলাপসহ শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধানকে জাতিসংঘ সমর্থন করে। তিনি আশা করেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করবে। ইরাক সমস্যা সম্পর্কে বান কি মুন বলেন, ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ও অন্যান্য সদস্য দেশের সঙ্গে ইরাক সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করবেন। তা ছাড়া, তিনি আফগানিস্তানের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান আফিম চাষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, আফগানিস্তানে জাতিসংঘের ইতিবাচক ভূমিকা আরো সম্প্রসারিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China