কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ রামন পেরেজ রক ১৮ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিং-এ বলেছেন, কিউবা জাতিসংঘ সাধারণ পরিষদের কাঠামোয় ইইউ'র সঙ্গে পরীক্ষামূলক বৈঠক করবে।
তিনি বলেছেন, কিউবা এই ধরনের পরীক্ষামূলক বৈঠকের আনুষ্ঠানিক তার বিষয়ে নাক গলাবে না। কিউবা ও স্পেনের মধ্যকার চুক্তি অনুযায়ী, রামন স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মিগুয়াল অ্যনজেল মোরাটিনোসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সময় বৈঠক করবেন।
তিনি জোর দিয়ে বলেছেন, দু'পক্ষের রাজনৈতিক সংলাপের পূর্ব শর্ত হচ্ছে কিউবার ওপর থেকে ইইউর আরোপিত শাস্তি করা। তিনি উল্লেখ করেছেন, ইইউ'র বর্তমান পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগাল ও ইইউ কিউবার ক্যাপারে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে ইইউ'র অভ্যন্তরীণ মতভেদ এখনও রয়েছে।
(খোংচিয়াচিয়া)
|