|
 |
(GMT+08:00)
2007-09-19 12:10:04
|
আব্রাশঃ সিরিয়া মধ্য-প্রাচ্য অঞ্চল শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করার চেষ্টা করবে
cri
সিরিয়া মধ্য-প্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সিরিয়ার গণ সংসদের স্পীকার মাহমুদ আল-আব্রাশ ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রক্ষণশীল পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া যে কোনো ধরনের সন্ত্রাসের বিরোধিতা করে। পাশাপাশি তিনি বলেছেন যে, সন্ত্রাস এবং আগ্রাসী আক্রমণ প্রতিহত ও বৈধ অধিকারের প্রশেন পার্থক্য রয়েছে। তিনি ইউরোপীয় জনগণকে আরো স্পষ্টভাবে মধ্য-প্রাচ্য অঞ্চলের জনগণের সমস্যাগুলো উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন।
(খোংচিয়াচিয়া)
|
|
|