v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-18 21:35:48    
চিঠির সারাংশ

cri

     বগুড়া জেলার শ্রোতা অমল সুত্রধর তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে "মুখোমুখি" , "মিতালী" " চীনা ভাষা শিখা" , "চলুন বেড়িয়ে আসি" অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি একজন স্কুলের ছাত্র। পড়াশুনায় ব্যস্ত। কিন্তু পড়াশুনার পাশেপাশি আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমার পরিবারের অন্যান্য সদস্যও মাঝামাঝে আমার সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনেন। তাঁরাও আপনাদের অনুষ্ঠান পছন্দ করেন। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি একজন ছাত্র। ব্যবস্ততার মধ্য দিয়ে আপনি আমাদের অনুষ্ঠান শুনেন বলে আমরা খুব মুগ্ধ হয়েছি। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত বা প্রস্তাব থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন।

    নাটোর জেলার শ্রোতা সুজন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর একজন পুরাতন শ্রোতা। যখন আমি দশম শ্রেণীতে পড়ি তখন থেকে আমি আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করি। আপনাদের অনুষ্ঠান আমার ভাল লাগে। আগে আধা ঘন্টার অনুষ্ঠান , এখন এক ঘন্টা । অনুষ্ঠান এখন বিচিত্রময় হয়ে উঠেছে। আমি ক্রীড়া পছন্দ করি। কিন্তু আপনাদের অনুষ্ঠানে ক্রীড়ার খবর কম। বিশেষ করে ক্রিকিট খেলার খবর প্রায় নেই বললেই চলে। কারণ কি বলতে পারেন? প্রিয় বন্ধু, আপনি মনখোলা কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বতর্মানে আমাদের ক্রীড়া অনুষ্ঠান ততটা ভাল হয়নি। এই অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে এখন আমাদের বাংলাদেশী সহকর্ম ছালাউদ্দিন সাহেব এই অনুষ্ঠান উপস্থাপন করছেন। আশা করি, এই অনুষ্ঠান আস্তে আস্তে উন্নত হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, ক্রিকিট দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশে একটি অন্যন্ত জনপ্রিয় খেলা। কিন্তু চীনদেশে এই খেলা দেখা যায় না। চীনারা ক্রিকিট সম্পর্কে অজ্ঞান। খুব কম লোক ক্রিকিট খেলার নিয়ম জানেন। এটা হল আমাদের অনুষ্ঠানে ক্রিকিটের খবর কম প্রচারিত হওয়ার প্রধান কারণ। আশা করি, আপনি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। কারন আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

    কুষ্টিয়া জেলার শ্রোতা ইসমাইল হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও শোনা আমার শখ। সি আর আই ছাড়া, আমি অন্যান্য দেশের বেতারও শুনে থাকি। যেমন, বি বি সি, ভয়েস অফ আমেরিকা ইত্যাদি। কিন্তু আমি সি আর আই বেশী পছন্দ করি। কারণ সি আর আই এক মাত্র বেতার যার উপস্থাপক সবই চীনা লোক। এটা আমার কাছে খুব মজা লাগে। তা ছাড়া, আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার ভাল লাগে। প্রত্যেক বুধবারের মুখোমুখি, প্রত্যেক শনিবারের মিতালী আমার কাছে প্রিয়। অন্যান্য অনুষ্ঠানও মন্ড নয়। এক কথা আমি সি আর আইএর অনুষ্ঠান শুনতে পছন্দ করি। আশা করি, আপনাদের অনুষ্ঠান দিন দিন উন্নত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনি তো আমাদের একজন ভক্ত শ্রোতা। আমরা নিয়মিত আমার চিঠি পেয়ে থাকি। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনি অনে গঠনমূলক প্রস্তাবও উত্থাপন করেছেন। এর জন্য আমি বাংলা বিভাগের সকল কর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আগের মতো ভবিষ্যতেও আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মতো শ্রোতা বন্ধুদের ভাল ভাল পরার্মশ দরকার।

    রাজশাহি জেলার শ্রোতা এমর ফালুক নয়ন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমি আপনাদের একজন আনুষ্ঠানিক সদস্য চাই। এখন আমার কাছে আপনাদের অনুষ্ঠান সূচী নেই। আশা করি, সি আর আই বাংলা অনুষ্ঠান সূচী আমাকে পাঠাবেন। তা ছাড়া আমি সি আর আইএর ভিইউকার্ড পছন্দ করি। এগুলো আমাকে পাঠালে খুশী হব। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শীঘ্রই আপনাকে অনুষ্ঠান সূচী ও ভিইউকার্ড পাঠাবো। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে অথবা সি আর আই সম্পর্ক যদি কোন প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিবো এবং সি আর আই সম্পর্কে ব্যাখ্যা করবো।

    কুমিলা জেলার শ্রোতা মানিক রাজ তাঁর চিঠিতে লিখেছেন, আমি নিয়মিত সি আর আই বাংলা অনুষ্ঠান শুনি। খুব ভাল লাগে। ছোটবেলা থেকে রেডিও শোনা আমার একটি বড় শখ। কাজের ফাঁকেফাঁকে আমি বিভিন্ন আন্তর্জাতিক বেতার শুনে থাকি। এগুলো আন্তর্জাতিক বেতারের মধ্যে সি আর আই আমার কাছে সবচেয়ে প্রিয় বেতার। সি আর আই বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। সারা বিশ্বে কেবল সি আর আই বাংলা অনুষ্ঠানের উপস্থাপক বাংলা ভাষি লোক নয়। এটা প্রশংসনীয় ব্যাপার। সুতরাং সি আর আই বাংলা অনুষ্ঠান আমাকে আকর্ষন করে। প্রত্যেক শনিবারের মিতালী অনুষ্ঠান আমার খুবই ভাল লাগে। এই অনুষ্ঠান আসলে শ্রোতাদের অনুষ্ঠান। আমি আশা করি, সি আর আই বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমরা জানি, আমাদের বাংলা অনুষ্ঠানে আরও অনেক উন্নত করার অবকাশ রয়েছে। আমাদের বাংলা আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি, অনুষ্ঠানটি উন্নত করার জন্য আপনি ভাল ভাল পরার্মশ দেবেন। নিয়মিত আমাদের এই বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার। আমাদের অনুষ্ঠান প্রশংসা করার জন্য আপনাকে আরেক বার ধন্যবাদ জানাচ্ছি।

    নরসিংদি জেলার শ্রোতা পলাশ সাহা তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন নতুন শ্রোতা। গত বছরের জুলাই মাস থেকে আমি সি আর আই বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। তখন থেকে আমি নিয়মিত আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। আমি মাঝেমাঝে আপনাদের কাছে চিঠিও পাঠাই। আশা করি, আপনাদের শনিবারের মিতালি অনুষ্ঠানে আমার চিঠি প্রচারিত হবে। শ্রোতা বন্ধু, আপনি কি এখন আমাদের অনুষ্ঠান শুনছেন? আপনি নতুন শ্রোতা হলও আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আসলে এখন আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । আশা করি , আগের মতো ভবিষ্যতেও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার মতো শ্রোতাদের সহযোগিতা দরকার।

    ঢাকা জেলার শ্রোতা হুমায়ুন কবীর তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি আপনার অনুষ্ঠান পছন্দ করি। চীনা ভাষা শিখার অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় । আমি চীনা ভাষা শিখতে চাই। আমি এখন কিছু কিছু চীনা ভাষা বলতে পারি। চীনা ভাষা শিখার আসরে আমি এ সব কথা শিখেছি। খুব মজা লাগে। আমি চীনে গিয়ে চীনা ভাষা শিখার পরিকল্পনা নিয়েছি। আশা করি , অদূর ভবিষ্যতে আমার এই স্বপ্ন বাস্তবায়িত হবে। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনার স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।