ভবিষ্যতে চীন আবহাওয়া দুর্যোগ প্রতিরোধ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করবে। ১৮ সেপ্টেম্বর চীনের আবহাওয়া দুর্যোগ প্রতিরোধ সম্মেলন সূত্রে এ কথা জানা গেছে।
সম্মেলনে চীনের আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক চাং কুও কুয়াং ভাষণে বলেছেন, বৈশ্বিক উষ্ণতার পরিপ্রেক্ষিতে আবহাওয়ার দুর্যোগ প্রতিরোধ আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া হবে না। চীন সার্বিকভাবে সংশ্লিষ্ট সংস্থা, আন্তর্জাতিক ও আঞ্চলিক দুর্যোগ প্রতিরোধ সংস্থা , বিভিন্ন দেশের সরকারী ও বেসরকারী সংস্থার সঙ্গে দুর্যোগ প্রতিরোধ ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে। চীন বিদেশের সাফল্য অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তি শিখবে।
চাং কুও কুয়াং আরো বলেছেন, যে উন্নয়নশীল দেশগুলোতে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই দেশগুলোকে চীন বৈজ্ঞানিক সাহায্য দেবে। চীন দ্রুতই বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে পেইচিং আবহাওয়া কেন্দ্র নির্মাণ করবে। আবহাওয়া উপগ্রহ কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ তত্ত্বাবধান ও পূর্বসর্তকতার মান উন্নত করার লক্ষে চীন নিকটবর্তী দেশগুলো ও অঞ্চলকেও সাহায্য করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|