চীন আন্তর্জাতিক বেতারের উপ-মহাপরিচালক চেন মিন ঈ
ক্যারিবিয়ান জাতীয় তথ্য কর্মকর্তা ও সংবাদদাতাদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কোর্স ১৮ সেপ্টেম্বর চীন আন্তর্জাতিক বেতার সফর করেছে। বেতারের উপ-মহাপরিচালক চেন মিন ঈ প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।
চেন মিন ঈ বিস্তারিতভাবে প্রতিনিধি দলের কাছে বেতারের মৌলিক অবস্থা, উদ্দেশ্য ও দৃষ্টিভংগী ব্যাখ্যা করেন। তিনি বলেন, এখন চীন আন্তর্জাতিক বেতার রেডিও অনুষ্ঠান ও টেলিভিশন অনুষ্ঠান তৈরির পাশাপাশি ইন্টারনেট রেডিও ও ফোবাইল ফোনের টেলিভিশনসহ নানা নতুন তথ্য মাধ্যম উন্নয়ন করছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ৩০টিরও বেশি সংবাদদাতা কেন্দ্র রয়েছে বলে সমৃদ্ধ ও র্সশেষ খবর পাওয়া যায়। বিভিন্ন দেশের বেতারের চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অনুষ্ঠান ও কর্মী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য তিনি ধন্যবাদ জানান। (ইয়ু কুয়াং ইউয়ে)
ক্যারিবিয়ার দশটি দেশের সংবাদদাতারা
|